'হ্যাপি নিউ ইয়ার' অর্থহীন ছবি - জয়া বচ্চন
বরাবরই স্পষ্টভাষী হিসেবে পরিচিত তিনি। কখনই কারো মন জুগিয়ে কথা বলেন না, আর তাই বি-টাউনে অনেকেই তাঁকে বিশেষ চটাতে পছন্দ করেন না। অভিষেক বচ্চন অভিনীত 'হ্যাপি নিউ ইয়ার' ছবিটি কোটি কোটি টাকার ব্যবসা করলেও, মন জয় করতে পারেনি জয়া বচ্চনের।
সম্প্রতি এক অনুষ্ঠানে এসে জয়া বললেন, 'সাম্প্রতিক বছরগুলিতে আমার দেখা অন্যতম অর্থহীন ছবি হ্যাপি নিউ ইয়ার। ছবির প্রতিটা অভিনেতাকেই সেকথা বলেছি। আমি ছবিটা দেখেছি শুধুমাত্র অভিষেক আছে তাই। সত্যি বলতে এখন যেসমস্ত সিনেমা হচ্ছে, সেগুলো দেখা যায় না। '
সম্প্রতি এক অনুষ্ঠানে এসে জয়া বললেন, 'সাম্প্রতিক বছরগুলিতে আমার দেখা অন্যতম অর্থহীন ছবি হ্যাপি নিউ ইয়ার। ছবির প্রতিটা অভিনেতাকেই সেকথা বলেছি। আমি ছবিটা দেখেছি শুধুমাত্র অভিষেক আছে তাই। সত্যি বলতে এখন যেসমস্ত সিনেমা হচ্ছে, সেগুলো দেখা যায় না। '