Header Ads

Breaking News

'ডোলি অর্মানো কি 'তে নয়া টুইস্ট




বিভব রায় --- নামটা চেনা চেনা লাগছে কি ? একটি বেসরকারী চ্যানেলের বিখ্যাত ধারাবাহিক 'গুস্তাক দিল' নায়ক চরিত্র নিখিলের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে  এবার সেই রোমান্টিক নায়ককেই দেখা যাবে তবে সম্পূর্ণ অন্য রকম একটি চরিত্রে অপর একটি বেসরকারী চ্যানেলের  বিখ্যাত ধারাবাহিক  'ডোলি অর্মানো কি' সেখানেই আসতে চলেছেন বিভব তবে নায়ক হিসেবে নয় এই ধারাবাহিকের নায়ক কাম খল চরিত্র সম্রাটের বন্ধু  ঈশান চরিত্রে দর্শক দেখবেন তাঁকে


সম্রাটের বন্ধু হলেও উকিল বিভব অবতীর্ণ হবেন উর্মির সাহায্যকারী হিসেবে সদ্য লন্ডন থেকে ওকালতি পাশ করে দেশে ফিরছে ঈশান  এই কয়েক বছরে উর্মির উপর দিয়ে কি ঝড় বয়ে গিয়েছে কোনো কিছুই জানা নেই তাঁর  বন্ধুর  স্বরূপ দেখে স্তম্ভিত হয়ে যায় ঈশান সির্দ্ধান্ত নেয় সম্রাট নয় উর্মির পাশে দাঁড়াবার  সম্রাটের কবল থেকে ছেলে শৌর্য- কাস্টডি পেতে উর্মির পক্ষের উকিল হয়ে দাঁড়াবার সির্দ্ধান্ত নেয় ঈশান  যদিও উর্মি এটাকে সম্রাটের কোনো ষড়যন্ত্র বলে মনে করে  তাই ঈশানকে স্বাভাবিকভাবেই ভুল বুঝবেএমনটাই জানিয়েছেন বিভব  ঈশান চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে দারুন খুশি বিভব  নিখিলের মত এই চরিত্রেও দর্শকদের মন জয় করে নেওয়ার ব্যাপারে আশাবাদী তিনি