বাতিল হলেন আর্য
বিগ বসের বাড়ি থেকে বাতিল
হলেন আর্য বব্বর। আট সপ্তাহ ধরে বাইরের পৃথিবীর থেকে দুরে বিগ বসের বাড়িতে জীবন যাপনের পালা শেষ হল আর্য বব্বরের। আবার তিনি ফিরে আসছেন নিজের জগতে, যে জীবনে নেই কোনো রোক টোক।
তা আর্যর কেমন লাগছে সব বিধি নিষেধের বাইরে বেরিয়ে আসতে পেরে ? খুব ভালো লাগার কথা যদিও নয়। কারণ এই রিয়ালিটি শো থেকে নিজের ইচ্ছেতে তো আর তিনি বেরিয়ে আসেননি। বলা ভালো বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন। দর্শকদের ভোট যে তাঁর বিরুদ্ধে গিয়েছে। তাই না বেরিয়ে এসে এখন আর উপায় কি ?
প্রথম দর্শনে আর্যকে খুব লাজুক আর
অন্তর্মুখী মনে হলেও বিষয়টা আদৌ সেরকম ছিল না। প্রয়োজনে দস্তুর মতো পলিটিক্স খেলতে কসুর করেন না আর্য। এমনকি বিগ বসের বাড়িতে থাকাকালীন-ও তাঁর এই মানসিকতা রীতিমত স্পষ্ট। শো-তে টিকে থাকার জন্য ওপর প্রতিযোগীদের অসুবিধের মধ্যে ফেলতে বিন্দুমাত্র দ্বিধা করেননি তিনি।
আর্য ছিলেন এমন এক প্রতিযোগী, যাঁর কাছে দর্শকদের প্রত্যাশা ছিল প্রচুর। কিন্তু তা পূরণে কার্যত ব্যর্থ আর্য। বিগ বসের বাড়িতে নিজের ভুলের জন্য অবশ্য ক্ষমা চেয়েছেন আর্য। কিন্তু সেই ক্ষমা প্রার্থনা যে পাথরে মাথা ঠোকার সামিল , তা কি তাঁর জানা ছিল না ?