রিলিজের প্রথম দিন থেকেই দুর্দান্ত ব্যবসা করছে 'হ্যাপি নিউ ইয়ার'। শোনা যাছে সমস্ত রেকর্ড ও নাকি ভেঙ্গে ফেলতে চলেছে এই ছবি। আর এই 'হ্যাপি' সময়ে কলকাতা ঘুড়ে গেলেন অভিনেতা শাহরুখ খান সহ ফারাহ খান, সনু সুডরা। কলকাতার প্রতি তাঁর ভালবাসা ফের একবার প্রকাশ করলেন কিং খান।
সামনেই তাঁর জন্মদিন। আর সেই উপলক্ষ্যে ভক্তদের থেকে পেলেন প্রচুর গিফট। হাতে আঁকা স্কেচ হাতে বাদশাকে উপহার দিল দুই বড় ভক্ত বিতান ও আর্শি।
picture credit-Bitan Mukherjee
No comments