ফেব্রুয়ারীতে বিয়ে রনবীর ক্যাটরিনার?
শোনা যাচ্ছে ২০১৫ সালের ফেব্রুয়ারী মাসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রনবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। এমনটাই জল্পনা চলছে বলিউডের অন্দরমহলে। সম্প্রতি নিজের পৈত্রিক বাড়ি ছেড়ে বান্দ্রায় ফ্ল্যাট কেনেন রনবীর। ক্যাটরিনাও সঙ্গ দেন রনবীরের। দুজনে নাকি একসঙ্গে থাকাও শুরু করেন। আর তখন থেকেই বিয়ের খবর বি-টাউনে।
যদিও দুজনের কেউই এই সম্পর্কের কথা এখনো জনসমক্ষে স্বীকার করেননি। তবে সত্যিটা কি আর চেপে রাখা যায় ? কাপুর পরিবার নাকি ইতিমধ্যেই বিয়ের সমস্ত প্ল্যানিং শুরু করে দিয়েছে। আপাতত ২০১৫ ফেব্রুয়ারির দিকেই তাকিয়ে রন-ক্যাট গুণমুগ্ধরা।
যদিও দুজনের কেউই এই সম্পর্কের কথা এখনো জনসমক্ষে স্বীকার করেননি। তবে সত্যিটা কি আর চেপে রাখা যায় ? কাপুর পরিবার নাকি ইতিমধ্যেই বিয়ের সমস্ত প্ল্যানিং শুরু করে দিয়েছে। আপাতত ২০১৫ ফেব্রুয়ারির দিকেই তাকিয়ে রন-ক্যাট গুণমুগ্ধরা।
No comments