Header Ads

Breaking News

থাইল্যান্ডে দিওয়ালি কাটাবেন রন-ক্যাট




এই মুহুর্তে বলিউডের অন্যতম হট কাপল। রনবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। তাঁদের প্রেম নিয়ে জল্পনার শেষ নেই। সম্প্রতি অস্ত্রপচারের পর থেকে রনবীর-কে নাকি একটু সময়ের জন্যেও একা ছাড়তে রাজি নন ক্যাট। দেখাশোনার দায়িত্বটা নিজেই নিয়েছেন বলিউড সুন্দরী। যতই ডাক্তাররা বারণ করুক না কেন অনুরাগ বসুর পরবর্তী ছবির শুটিং-এর জন্য থাইল্যান্ড যাচ্ছেন রনবীর। কারণ খুবই স্পষ্ট। দিওয়ালির সময় থাইল্যান্ডে বান্ধবীর সঙ্গে সময় কাটানোর সুযোগটা কোনভাবেই হাতছাড়া করতে চান না তিনি। আর তাই থাইল্যান্ডে শুটিং কোনমতেই মিস নয়। সত্যি তাঁদের এই আজব প্রেমে মজে বলিউডও।২২ অক্টোবর থাইল্যান্ড উড়ে যাচ্ছেন রন-ক্যাট।


No comments