আবার বিয়ের পিড়িতে জিগর
স্ত্রী
রাশির মৃত্যুর পর একরকম কেটে যাছিল জিগর মোদির। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক।
বেশ কিছুদিন ধরেই তার জীবনে ঘনাছিল অশুভ ছায়া। এবারে সেই অশুভ ছায়া-ই পাকাপাকিভাবে
তার জীবনে ঘাঁটি গেড়ে বসতে চলেছে। জিগরের কাকিমা কোকিলা মোদী, যাঁর হাতে মোদী পরিবারের
সিংহভাগ দায়িত্ব-ও বটে , তিনি এবার নিতে চলেছেন এক বিশেষ সির্দ্বান্ত। মোদী পরিবারে
আসতে চলেছে এক নতুন সদস্য -পরি। এতদিন ধরে
পরির চেষ্টা ছিল যেন তেন প্রকারেণ মোদী পরিবারে প্রবেশ করা। তার সেই ইচ্ছে পূরণের স্বপ্ন
সে অবশেষে দেখতে চলেছে। খুব তাড়াতাড়ি কোকিলা
মোদী ঘোষনা করতে চলেছেন পরি ও জিগরের বিয়ের কথা।
কি হতে চলেছে শেষ পর্যন্ত? পরির বাসনা কি পূর্ণ হবে
? না এর নেপথ্যে রয়েছে কোকিলার অন্য কোনো কৌশল? এর উত্তর একমাত্র সময়ই দিতে পারে।
No comments