উইকেট পরবে বিরাটের?
বাউন্সারে
আগেই ধরাশায়ী হয়েছেন। এবার উইকেট হারাতে বসেছেন টিম ইন্ডিয়ার 'মোস্ট এলিজেবল ব্যাচেলর'
বিরাট কোহলি। নাহ বাইশ গজের ভিতর নয়। বরং বাইশ গজের বাইরে। বলিউড অভিনেত্রী অনুষ্কা
শর্মা ও বিরাট কোহলির 'লাভ স্টোরি' কার না অজানা। যদিও দুজনে এখনো পর্যন্ত জনসমখ্যে
সম্পর্কের কথা স্বীকার করেননি। তাতে থোরাই কেয়ার করে আমজনতা? দুজনে যে প্রেমে রীতিমত
হাবুডুবু খাচ্ছেন তা সকলেই জানে।বিদেশ সফরে বিরাটের সঙ্গে সবসময়ই দেখা গিয়েছে অনুষ্কাকে।
শোনা
যাচ্ছে শীঘ্রই সানাই বাজতে চলেছে কোহলি ও শর্মা পরিবারে। সম্প্রতি বাবা-মাকে নিয়ে অনুষ্কার
বাড়ি যান বিরাট। আর তখনি নাকি বিয়ের পাকা কথাবার্তাও হয়ে গিয়েছে দুই পরিবারের মধ্যে।
খবর অনুযায়ী ২০১৫ বিশ্বকাপের পরেই বিরাট-অনুষ্কার শুভ পরিণয় হতে চলেছে।
No comments