খ্যাতির বিড়ম্বনা
খ্যাতির
বিড়ম্বনা
বেনারসে ভক্তরা ছেঁকে ধরল প্রাক্তন
আনন্দি থুড়ি প্রত্যুষাকে। একদা আনন্দির ভূমিকায় অভিনয় করে দর্শকদের মন কেড়েছিলেন ম্যাডাম। শিশির সিক্ত ফুলের মত মিষ্টি সৌন্দর্য আর প্রানবন্ত অভিনয় দিয়ে অচিরেই দশর্কদের ঘরের মেয়েটি হয়ে উঠেছিলেন তিনি। বালিকাবধূ ধারাবাহিক ছেড়ে দেওয়ার পরেও তার সেই জনপ্রিয়তা আজও অব্যাহত। নিজের আসন্ন শো “হম হ্যায় না”-এর শুটিংয়ে বেনারসে গিয়েছিলেন তিনি। শুটিং চলাকালীন এক দঙ্গল ভক্ত ছেঁকে ধরে এই বঙ্গললনাকে।
ময়ুমী গুপ্ত
No comments