মেয়েদেরকে পটাতে হলে একমাত্র পুজোর সময়েই- মৈনাক
পুজোয় কলকাতায় থাকছ
না
বাইরে
?
পুজোয়
কলকাতাতেই থাকছি। পুজোর
পরে গোচালা যাচ্ছি ট্রেক
করতে।
এবারের পুজোর
প্ল্যান
পুজো নিয়ে এখন আর
খুব একটা ইন্টারেস্ট নেই। যেরকম
হয় আর কি।
তবে যে ব্যাপারটা ভালো
লাগে তা হল বন্ধুদের
সঙ্গে আড্ডা। অনেক
দিন পরে বন্ধুদের সঙ্গে
দেখা হয়। বন্ধুদের
বাড়িতে আড্ডা হয়।
অনেকে বাইরে থাকে , তারা
কলকাতায় আসে। সবার
সঙ্গে দেখা হয়, এটাই
স্পেশাল।
ছোটবেলার পুজোর
স্মৃতি
অনেক আছে। একটা
সময়ে আমরা বন্ধুরা মিলে
সারা রাত জেগে ঠাকুর
দেখতাম। তখন
সকলের কাছেই খুব কম
পয়সা থাকত। (অল্প
হেসে ) যদিও এখনো আমার
কাছে পয়সাকড়ি খুবই কম।
সেটা আলাদা কথা। তবে
তখনের ওই রাত জেগে
ঠাকুর দেখা, ওগুলো খুব
মনে পরে। তার উপর নতুন জামাকাপড় পরা, নতুন জুতো পরা, সেটা দেখানো। দারুণ
মজা হত।
পুজোর পোশাক
আমি জিন্স, টি-শার্ট
পরতেই পছন্দ করি।
আমার কাছে স্টাইল স্টেটমেন্ট
এটাই। অষ্টমীর
দিন হয়তো পাঞ্জাবি পরলাম। আর
না হলে রোজই জিন্স।
পুজোর প্রেম
আগে আমরা বলতাম মেয়েদেরকে যদি পটাতে হয় তাহলে সেটা একমাত্র পুজোর সময়েই। তার কারণ অন্য কোনো সময়ে মেয়েরা তাকায় না। পুজো হলে মেয়েরা তাকাবেই। কলেজের সময়ে যা হত আর কি। প্যান্ডেলে ওই মেয়েটাকে দেখলাম, ওর সাথে ঝারি মারলাম। তারপর আবার পরের প্যান্ডেল অবধি গেল। তবে সেরকম সিরিয়াস কিছু না।
"Kolkata GlitZ-এর প্রত্যেক দর্শককে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সকলে খুব ভালোভাবে এনজয় করুন পুজো। ভালো করে কাটান। সকলের পুজো যেন খুব ভালো কাটে।" -মৈনাক
No comments