গান দিয়ে সিরিয়ালের নাম একতার
একসময় জ্যোতিষের পরামর্শে নিজের সব সিরিয়ালের নাম রাখতেন 'ক' দিয়ে। সেই সিরিয়ালগুলো কতটা সাফল্য পেয়েছিল তা কারোরই অজানা নয়। এবার বিখ্যাত গানের লাইন দিয়ে সিরিয়ালের নাম রাখছেন প্রযোজক একতা কাপুর। আগামী ৭ অক্টোবর থেকে দেখা যাবে বালাজী টেলিফিল্মসের নতুন ধারাবাহিক 'আজিব দাস্তা হ্যায় ইয়ে'। এই সিরিয়ালে রয়েছেন সোনালী বেন্দ্রে ও অপূর্ব অগ্নিহোত্রী। এবারেও কি জ্যোতিষের পরামর্শে ? একতা অবশ্য বলছেন 'বারে আচ্ছে লাগতে হ্যায়'-এর সাফল্যই প্রধান কারণ।
No comments