মহামায়া , মা দুর্গা, আদ্যাশক্তি পরমাপ্রকৃতি, মহাশক্তি। কত
নামে আমরা তাঁর উপাসনা করি। দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। আকাশে বাতাসে শুধু একটাই বিশ্বাস ধ্বনিত হছে মা আসছেন। আর
শুধু মা কেন তিনি তো আমাদের আদরের দুলালী- ও বটে। এদিকে আমরা আর ওদিকে শৈল-পুরীতে আনন্দের ছোয়া। আদরিনী উমা আসছে। তাই তো হিমালয়ে সাজো সাজো রব। নন্দিনী আসছেন কৈলাস থেকে মাত্র কটি দিনের জন্য।
আদ্যাশক্তি মহামায়া পৃথিবীতে আসেন অসুরদলনি রূপে। কিন্তু যে মহিষাসুরকে তিনি দমন করেছিলেন সে কি শুধুই অসুর ! মায়ের সন্তান নয়। তাই তো যুগ যুগ ধরে মা দুর্গার সঙ্গে মহিষাসুর-ও পূজিত হয়ে থাকেন।
এই মহিষাসুর আসলে কে ? আমাদের অন্তরে নিহিত আসুরিক প্রবৃত্তি মাত্র। কিন্তু যদি একটু অন্যভাবে ভাবা যায় তাহলে এই অসুরের সঙ্গে কোনো দুরন্ত সন্তানের বিশেষ তফাত নেই। যে সন্তান দুষ্কর্মের পর লজ্জিত, অনুতপ্ত। তাই তো মহিষাসুর মাতৃপদতলে আশ্রয় প্রার্থনা করেছিলেন। আর
সন্তানকে দন্ড দেওয়ার পর মা- ও তো কষ্ট পান। আমাদের মা দূর্গা তো জগজ্জননী।
লিখলেন ময়ুমী গুপ্ত
শক্তিরুপেন > মাতৃরুপেন সংস্হিতা
Reviewed by
Kolkata Glitz
on
14:12
Rating:
5
No comments